সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ২নং চর বাদাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর মাইনউদ্দিন জীবনের নিরাপত্তা কথা চিন্তা করে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে একটি বীমা করেন। মাত্র ৬৩০০ টাকা জমা দিয়ে হঠাৎ করে মৃত্যু বরন করেন মাইন উদ্দিন। তার মৃত্যুর খবর শুনে ছুটে যান সে বাড়িতে বীমা কোম্পানি। কোম্পানি চুক্তি অনুযায়ী মাত্র ৭কর্ম দিবসের মধ্যে নমিনিকে দেওয়া হয় এক লাখ আট হাজার তিনশ’ ষাট টাকা। এই দূর সময়ে বন্ধুর ন্যায় বীমা কোম্পানি মাইন উদ্দিনের পরিবারের পাশে থাকায় খুশি এলাকাবাসী। গত সোমবার বিকালে লক্ষ্মীপুর সেলস অফিসের মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারকে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
মৃত্যুদাবীর চেক হস্তান্তর আয়োজনে উপস্থিত ছিলেন অত্র কোম্পানির নোয়াখালী সেলস অফিসের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির, লক্ষ্মীপুর সেলস অফিসের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার তানভীর হাসান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শরীফ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার রাশেদ বিল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী।