নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসেন আরিফকে মনোনীত করে হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শাখাওয়াত হোসেন আরিফ এর আগে ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া জেলা পরিষদের সাবেক সদস্য ছিলো সাখাওয়াত হোসেন আরিফ।
শাখাওয়াত হোসেন আরিফ বলেন, দল আমার উপর যে দায়িত্ব দিয়েছে আমি তা যথাযথ পালনের চেষ্টা করবো। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানাই আমার উপর আস্থা সাংগঠনিক সম্পাদক মনোনীত করায়।