নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চর মার্টিন এলাকার নাছিমিয়া হোসাইনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় বৃক্ষরোপণ উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
শনিবার (৯সেপ্টেম্বর) এমন আয়োজন করেন জেকেএফ যুব কাফেলা ফাউন্ডেশন।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ঝাউডগি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা মাইন উদ্দিন, উপদেষ্টা আল আরাফা দারুল উলুম দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা মানসুর বেলাল, মাওলানা আলাউদ্দিন আজাদ, রিমন আহমেদ রাজু, সংগঠনের সভাপতি মোঃ রমজান প্রমুখ।
উল্লেখ্য, জেকেএফ যুব কাফেলা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়ে এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছে। সংগঠনটি প্রবাসী আরিফ হোসেনের উদ্যােগে প্রতিষ্ঠিত হয়ে,গরীব দুঃখি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে মানুষের কল্যাণে।