বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে গণজাগরণের ঐতিহ্যবাহী নাট্য উৎসব

রিপোটারের নাম / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

সংবাদদাতা: “শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ” গড়ার অভিলক্ষ্যে “ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে” এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পযজ্ঞ পরিচালনার অংশ হিসেবে এবং সমগ্র দেশের ঐতিহ্যবাহী পালা/নাটক সমূহ সাধারন মানুষ এবং নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে চলছে গণজাগরণের ঐতিহ্যবাহী নাট্য উৎসব।

তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার বিকালে সদর উপজেলার খোয়া সাগর দিঘীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পালা “মজিদ মালতির কবিতা”।

পালাটির নির্দেশনায় ছিলেন সাংস্কৃতিককর্মী মাহাতাব উদ্দিন আরজু।
জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির এর সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো. মনির হোসেন, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আবু নাসের শ্যামল, সাংস্কৃতিককর্মী রাফিয়া আক্তার রেশমা, হাইফাই সাংস্কৃতিক সংসদের সভাপতি রিয়াজুল ইসলাম জাকির, সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজু।
এছাড়া সংস্কৃতি কর্মী , শিল্পী এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রায় তিনশতাধিক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ