শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত

রিপোটারের নাম / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি: শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে” এ প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পের সকল শাখার সমন্বয়ে দেশব্যাপী বহুমুখী সাংস্কৃতিক কর্মযজ্ঞের বাস্তবায়িত রূপ “গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব”।

সেই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় “গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, নাট্যব্যক্তিত্ব প্রফেসর মাইন উদ্দিন পাঠান।
এছাড়াও গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতি কর্মী , বিভিন্ন মাধ্যমের শিল্পী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে যন্ত্রশিল্পীরা প্রায় দেড় ঘণ্টা উপস্থিত দর্শকদের বিমোহিত করে রাখেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ