নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের জাসদ (ইনু) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী মোঃ আমির হোসেন মোল্লা বলেছেন, সাধারন মানুষ ভোট দিতে আগ্রহী। যদি পথে বাঁধা না পায় তাহলে তারা ভোট দিতে আসবে।
বৃহস্পতিবার বিকালে প্রচার প্রচারনার শেষ দিনে ৩নং চর মোহনা ইউনিয়নের চরমোহনা সুলতানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত ভোটের মাঠে না থাকায় নির্বাচন উৎসবমুখর হচ্ছে না। তারা ভোটে না এসে ভুল করেছে।
এদিকে তিনি অভিযোগ করে বলেন, নৌকার মনোনীত প্রার্থী বল প্রয়োগ করছে। তাদর কর্মীরা সাধারণ মানুষকে অন্য প্রার্থীদের পক্ষে কাজ না করার জন্য চাপ প্রয়োগ করছে। এছাড়া ব্যাপক কালো টকার ছড়াছড়ি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সভায় চৌধুরীর আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ বশির উল্লাহ, জাসদ নেতা ওমর হায়াত খান প্রমূখ।