শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী এড. জহিরুল আলম

রিপোটারের নাম / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৪-২০২৫ সেশানে সাধারন সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন এডভোকেট মোঃ জহিরুল আলম। ইতিমধ্যে তার পক্ষে ব্যাপক প্রচার প্রচারনা লক্ষ্য করা যায়।
জানা যায়, ২০২১সালেও তিনি সম্পাদক পদে নির্বাচন করেছেন। এছাড়া তিনি ২০১২-১৩সেশানে সহ-সম্পাদক, ২০১১-১২ সেশানে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ২০০৯-১০ সেশানে পাঠাগার বিষয়ক সম্পাদক, ২০০৮-০৯, ২০০৭-০৮ ও ২০০৪-০৫ সেশানে সাংস্কৃতিক সম্পাদক এবং ২০০২-০৩ সেশানে সদস্য হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করেছেন।
মোঃ জহিরুল আলম বলেন, এরআগেও আমি আইনজীবীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন পদে সততার সহিত দায়িত্ব পালন করেছি। এবার আমি সম্পাদক পদে ভোট করছি। আশা করি সম্মানিত আইনজীবীরা আমাকে যথাযথ মূল্যায়ন করবে।
প্রসঙ্গত, আগামী ২২ফেব্রুয়ারী লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩৯১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ