মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

সরকারী খালের মাটি বিক্রির সাথে আমি জড়িত নয় : রুবেল হাওলাদার

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সরকারী খাল থেকে মাটি কাটার সাথে সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন ওই এলাকার এইচ বি ব্রিক্স এর প্রোপাইটার মো. রুবেল হাওলাদার।

বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় এবং স্থানীয় অনলাইন গণমাধ্যমে তাকে জড়িয়ে ‘খালের মাটি ইটভাটায় বিক্রি করছে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি’ শিরোনামসহ বিভিন্ন শিরোনামে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনটিতে তাকে জড়ানোর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সংবাদে আমাকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। মূলত ওই খালের কোন মাটি আমার ইটভাটায় আনা হচ্ছে না।

স্থানীয় একটি কুচক্রীমহল প্রতিহিংসাবশত আমার ব্যবসায়ীক সুনাম বিনষ্ট করার অসৎ উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে বানোয়াট তথ্য উপস্থাপন করেছ। তাই সংবাদ মাধ্যমকে অনুরোধ করবো অনুসন্ধান সাপেক্ষে প্রকৃত তথ্য উপস্থাপন করে সংবাদ প্রচারের জন্য।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ