নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে শতাধিক পথশিশু ও ভিক্ষুককে ঈদ উপহার প্রদান করেছে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি। সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে বুধবার বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ কার্যক্রম করেন তিনি। নিজ হাতে সবার মাঝে পোশাক তুলে দেন ছাত্রলীগের এ নেতা।
এসময় নতুন পোশাক পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ছাত্রলীগের সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঈদ উপহার বিতরনে সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রুবেল আহম্মেদ রাজু, পৌর ছাত্রলীগের আহবায়ক জাহিদ আদনান, যুগ্ম আহবায়ক ফাহিম ফয়সাল মার্শা, নাবিব শাহরিয়ার প্রিয়ন্ত সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম রকি বলেন, সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে আমার ব্যক্তিগত উদ্যোগে শতাধিক পথশিশু ও ভিক্ষুকের মাঝে ঈদ উপহার প্রদান করেছি। ছাত্রলীগ সব সময় মানবিক কর্মকান্ড পরিচালনা করে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।