মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

এমপিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে

রিপোটারের নাম / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত (আনারস প্রতীক) মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন সংসদ সদস্য আনোয়ার হোসেন খান। এবিষয়ে শুক্রবার (১০মে) তিনি প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে এমপি আনোয়ার খান বলেন, আমার সংসদীয় আসন রামগঞ্জে উপজেলা নির্বাচন চলছে। সংসদ অধিবেশন চলায় এখনও এলাকায় যাওয়া হয় নি, নির্বাচন নিয়ে কারও সাথে কোন আলোচনাও হয়নি। অথচ রামগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে আসছেন। একজন আইন প্রনেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় নির্বাচন আইন অনুযায়ী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করছি।

বিষয়টি আমি নির্বাচন কমিশনসহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাও লিখিত ভাবে অবহিত করছি।

এ বিষয়ে জানতে ইমতিয়াজ আরাফাত কে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত জানান, আমি একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ