শিরোনাম
লক্ষ্মীপুরে ত্রাণ দিতে গিয়ে বিএনপি নেতা লাঞ্ছিত রান্না করা খাবার নিয়ে বন্যার্তদের কাছে ছাত্রদল নেতা মেরাজ চৌধুরী লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ বিতরণ লক্ষ্মীপুরে প্রায় ১২’শ পরিবারের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ বিতরণ লক্ষ্মীপুরে প্রায় ১২’শ পরিবারের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ বিতরণ লক্ষ্মীপুরে প্রায় ১২’শ পরিবারের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ বিতরণ বন্যা কবলিত মানুষের পাশে ‘জাগ্রত মানবতা’ লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির কমিটি গঠন কুশাখালীতে আমার গ্রাম ফাউন্ডেশনের কমিটি গঠন লক্ষ্মীপুরে অনির্বান ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

৭দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করতে পৌর মেয়রের নির্দেশ

রিপোটারের নাম / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহর সৌন্দর্য ও যানজট মুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। আগামী ৭দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত মুক্ত করতে ব্যবসায়ীদের আহবান করেন তিনি।
মঙ্গলবার (১৪মে) সকালে একটি বিজ্ঞপ্তির প্রদানের মাধ্যমে তিনি এ নির্দেশ দেন।

নির্দেশনায় বলা হয়, লক্ষ্মীপুর শহর প্রশস্তকরনের কাজ প্রায় শেষের দিকে। এদিকে ব্যবসায়ীরা স্ব স্ব দোকানের সামনে ফুটপাত তথা ড্রেন দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। মূলত ড্রেন ফুটপাত হিসেবে ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের পথচারী চলাচল করবে। তাই আগামী ৭দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, পৌর শহর সৌন্দর্য রাখা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। পৌরসভার একার পক্ষে সম্ভব না এ শহর সুন্দর রাখা। তাই প্রত্যেকেই এগিয়ে আসতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে তাই সকলকে আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ