মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

আনুষ্ঠানিক ভাবে শুরু হলো আদর্শ সামাদিয়ানের রি-ইউনিয়নের রেজিষ্ট্রেশন

রিপোটারের নাম / ৫১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের বহুল আকাঙ্খিত রি-ইউনিয়ন অনুষ্ঠিত হবে আগামী ১৯জুন। ইতিমধ্যে পুরোদমে চলছে প্রস্তুতি। তারই অংশ হিসেবে সোমবার (২০মে) সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে রি-নিউনিয়নের রেজিষ্ট্রেশন কার্যক্রম। সামাদ হলরুমে ফিতা কেটে এ রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান (ব্যাচ-৭৬)।
সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. আজগর হোসেন (ব্যাচ-৭৬)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর হেলাল উদ্দিন মাহমুদ (ব্যাচ-৮১), ডাঃ আশফাকুর রহমান মামুন (ব্যাচ-৮০), এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না (ব্যাচ-৮৯), মোঃ আলমগীর হোসেন জিকু (ব্যাচ-৯৩), মোঃ রাকিব হোসেন (ব্যাচ-৯৫), বদরুল ইসলাম শ্যামল (ব্যাচ-৯৬)।

স্বাগত বক্তব্য রাখেন রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব চৌধুরী মাহমুদুন্নবী সোহেল (ব্যাচ-২০০৩) ও সঞ্চালনা করেন রাজু আহমেদ (ব্যাচ-২০০১)।

এছাড়া উপস্থিত ছিলেন রাজু হাসান (ব্যাচ-২০০৩), খোরশেদ আলম (ব্যাচ-৯৬), আশরাফুল আলম (ব্যাচ-২০০৫), আমিনুল ইসলাম রাজু (ব্যাচ-২০০৪), এড. মাহির আসহাব(ব্যাচ-২০০৭), করিমুল হক কনক ক্বারী (ব্যাচ-২০১৩) প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৫০সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল ব্যাচের সদস্যরা অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ নিতে পারবে এ রি-ইউনিয়নে। ১৯জুন দিন ব্যাপী রি-ইউনিয়ন থাকবে জমকালো আয়োজন। আগামী ৩০মে পর্যন্ত চলছে রেজিষ্ট্রেশন কার্যক্রম। রেজিষ্ট্রেশন করতে টাইফ করুন উক্ত লিংকটি- https://adarshasamad.org/home


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ