রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রিপোটারের নাম / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

হুসাইন মুহাম্মাদ রাসেল: দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বুধবার (৫জুন) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাইশমারা মডেল একাডেমীতে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সনাক সদস্য সুধীর চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মাকছুদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সদস্য রাশেদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্ল্যাহ, টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আবু নাছের।
এছাড়া উপস্থিত ছিলেন, টিআইবির ইয়েস গ্রুপের দলনেতা হুসাইন মুহাম্মাদ রাসেল, বাইশমারা মডেল একাডেমী এসিজি সমন্বয়ক মোঃ রিয়াদ হোসেন, টিআইবি লক্ষ্মীপুরের ইন্টার্ন ফজলে এলাহি রাফি, ফাল্গুনী আক্তার প্রমুখ।

এসময় বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করেন শিক্ষার্থীরা।
পরে বিশ্ব পরিবেশ দিবসের উপর কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কুইজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ