মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীপুর সনাকের অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ গঠিত

রিপোটারের নাম / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

হুসাইন মুহাম্মাদ রাসেল: দুর্নীতিবিরোধী আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শিক্ষাখাতের দুর্নীতি বন্ধে এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের উদ্যোগে প্যাকটা প্রকল্পের অধীনে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪জুন) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করে লক্ষ্মীপুর সনাক।

এসময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেডএম ফারুকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আফরোজ, টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আবু নাছের, টিআইবির ইয়েস গ্রুপের দলনেতা হুসাইন মুহাম্মাদ রাসেল, ইন্টার্ণ ফজলে এলাহি রাফি, ইয়েস সদস্য মারুফা মিতু, ফয়েজ হোসেন প্রমুখ।

এসময় ১৫ সদস্যের অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়।

উল্লেখ্য, নির্বাচিত এসিজি সদস্যগন উক্ত বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কাজ করবেন এবং সনাকের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ