সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুন) ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোটারদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদ আলম। এতে ৪০১ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৭২জন।
নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ আলম, মোঃ জসিম উদ্দিন, জসিম উদ্দিন, নুরুল আমিন। এছাড়া মহিলা অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুল বেগম।