শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুর ক্লাব

রিপোটারের নাম / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

সংবাদদাতা: শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বি.টি বয়েজ ঢাকাকে হারিয়ে শিরোপা জিতেছে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড। লক্ষ্মীপুরের ইতিহাসে অন্যতম আরেকটি মাইলফলক যুক্ত হলো।

বুধবার (১২জুন) শরীয়তপুর বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০ ওভারের এই ম্যাচে বি.টি বয়েজের দেয়া ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে থাকলেও শেষ পর্যন্ত পরিকল্পিত ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড। ব্যক্তিগত সর্বোচ্চ ৬১ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান রায়ান রাফসান। এছাড়া টুর্নামেন্টের বোলিং সেরা হন নাজমুল হক মাহি।

জেলার বাইরে গিয়ে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে অংশ নিয়েই ক্লাবের খেলোয়াররা একের পর এক দাপুটে জয় দিয়ে নিজেদেরকে সেরা হিসেবে প্রমাণ করেছে। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই তারা টুর্নামেন্টে শেষ করে।

টুর্নামেন্টের ফাইনাল দেখতে আগের দিন লক্ষ্মীপুর থেকে ছুটে যান ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল ও পরিচালক সৈয়দ নুরুল আজিম বাবর। বিষয়টি নিশ্চিত করেন টিম ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম রাজু।

সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল বলেন, আমাদের ক্লাবের প্লেয়ারদের নিয়মিত খেলায় রাখতেই শরীয়তপুর টুর্নামেন্টে আমাদের এই অংশগ্রহণ এবং এটি একটি ইতিহাস রচিত হলো। আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হলাম। ৩৩ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড এভাবেই লক্ষ্মীপুরের জন্য সামনে আরো অনেক সম্মান বয়ে আনবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ