স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদীতে প্রতিবন্ধি ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার বিকালে মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠন এর সার্বিক সহযোগিতায় জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের উদ্যোগে ৭০টি পরিবারের মাঝে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এসময় জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের সভাপতি সেলিম হোসেন ঝন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরামের সভাপতি ও এনএসআই এর সাবেক অতিরিক্ত পরিচালক এম শামছুল আমিন।
প্রধান বক্তা ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন।
মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শংকর মজুমদারের পরিচালনায় বক্তব্য ইউপি সদস্য মোঃ ওমর ফারুক পোদ্দার, জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের সাধারণ সম্পাদক মোঃ কামাল সওদাগর, নবযুগ ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, প্রথম আলো বন্ধুসভার সাধারন সম্পাদক রাজীব হোসেন রাজু।
এছাড়া উপস্থিত ছিলেন, জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম, সহ-সভাপতি দেলোয়ার পাটোয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ অভি, ফিরোজ আলম বাবু, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেস, অর্থ সম্পাদক সঞ্জয় দেবনাথ অন্যান্য সদস্যবৃন্দ।