এইচ এম রাসেল: প্রিয়জন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বিকালে সাবেক বিএড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘প্রিয়জন’ লক্ষ্মীপুর জেলা সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাহীন আলম, প্রিয়জন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিলন চৌধুরী, লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক হুসাইন মুহাম্মাদ রাসেল, সহ সভাপতি বোরহান উদ্দিন রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক আহমাদ ফাহাদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান হৃদয়, প্রচার সম্পাদক ভূঁইয়া মান্নান, সহ প্রচার সম্পাদক, মাহমুদ শরীফ, কার্যকরী সদস্য জিয়া বিন সাইফ, অমিত, রায়হান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় এবং পরস্পর পরিচিত হয়।
পরে সবার দোয়া কামনা করে ইফতার ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।