হুসাইন মুহাম্মাদ রাসেল: আসন্ন ঈদ উপলক্ষ্যে লক্ষ্মীপুরের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিকেবি ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে মান্দারী বাজারে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেবি ক্লাবের সভাপতি মোঃ ইসমাইল খান সুজনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জীবন গ্রুপের চেয়ারম্যান ও বিকেবি ক্লাবের উপদেষ্টা মোশাররফ পাটোয়ারী অনিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদ আলম, অগ্রণী ব্যাংক মান্দারী বাজার শাখা ম্যানেজার আব্দুস সাত্তার, ওয়ান ব্যাংক মান্দারী বাজার শাখা ম্যানেজার তৌহিদ উন নবী, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী রেজাউল ইসলাম খাঁন সুমন, মান্দারী বাজার বনিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার (বসু কোম্পানী)
অনুষ্ঠানে বক্তরা বিকেবি ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ক্লাবের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিকেবি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পলাশ, সদস্য এইচ এম রাসেল, জহিরুল ইসলাম জহির, মাসুদ আলম, রাজু হাসান এ্যানি, সাগর সহ অন্যান্য সদস্যবৃন্দ
সংগঠন সূত্রে জানা যায় প্রায় দেড় শ’ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।