কামরুল হাসান হৃদয়: আজ ১লা মে, বিশ্ব শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষদের সম্মানে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করে জাতীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সহ-পরিবেশ সম্পাদক মেহেদী হাসান জিসান, লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজীব হোসাইন শুভ, চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান তুষার, সদস্য ওমর ফারুক প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন; শ্রমজীবী মানুষের সম্মানে আমরা ইফতার বিতরণ করেছি। শ্রমজীবীরা আমাদের দৈনন্দিন কাজের অন্যতম বাহক। আজকের এ দিনটিতে সরকারের পাশাপাশি আমরাও এই দিবস পালন করতে চেষ্টা করেছি। এবং আমাদের সকলের-ই উচিত শ্রমজীবী মানুষদের সবসময় শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখা। কারণ সমাজ বিনির্মাণে আমরা একে অপরের পরিপূরক।