স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। রবিবার বিকালে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। পরে দোয়া ও ইফতার আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থী ফোরাম।
ফোরামের সভাপতি বেলায়েত হোসেন মিলনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল করিম টিপু, ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি একেএম ফরিদ উদ্দিন, ফোরামের সাবেক সভাপতি মাসুদ আলম, ফোরামের সহ-সভাপতি ওমর ফারুক, এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাবৃন্দ।