কামরুল হাসান হৃদয়: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ – এ লক্ষ্মীপুর সদর উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খাঁন। একই সাথে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রভাষক মুহম্মদ রাফি রাহেন রহমত উল্যাহ ( রাফি নাহিদ ) ।
গত ১৯মে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তালেব বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে জাহাঙ্গীর আলম খাঁন ২০১৯সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার গৌরব অর্জন করেন।
প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় রাফি নাহিদ বলেন, এ সাফল্য আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পেশাদারিত্বের প্রতি সব সময় দায়িত্ববান থাকবো এবং সরকারের ভিশন-২০৪১ এসডিজি গোল – ৪ বাস্তবায়নে ভূমিকা রাখবো।
এছাড়াও এ অর্জনে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।