স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ লক্ষ্মীপুর সদর উপজেলায় কারিগরি বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন।
একই সাথে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ওই প্রতিষ্ঠানের সিনিয়ন সহকারি শিক্ষক মোহাম্মদ নুর হোসেন (বিদ্যালয়) ও মুহাম্মদ সাইফুল ইসলাম (কারিগরি)
এছাড়া কারিগরি বিভাগে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে হাফসা আক্তার কবিতা।
গত ১৯মে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তালেব বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২০১৯সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে খোদেজা খাতুন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন এবং মুহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
আগামী ২৪ ও ২৫ মে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ নুর হোসেন বলেন, শিক্ষার্থীদের ভালোবাসায় ও আমাদের প্রধান শিক্ষক খোদেজা খাতুনের সহযোগিতায় নিজের শিক্ষকতার ২০বছরের জীবনে এটি একটি বড় পাওনা। এ অর্জন আমার পেশাদারিত্বের প্রতি আরো দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।
এমন সাফল্যে প্রতিক্রিয়া জানতে চাইলে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন বলেন, এ ধরনের অর্জন দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। ছাত্র, শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সহযোগিতা না পেলে এমন সফলতা আসতো না। আশা করি সকলের সহযোগিতায় বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১ এর এসডিজি ৪ বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবো।