এস এম জাকির হোসাইন: লক্ষ্মীপুরের রায়পুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র মৃত্যু দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কোম্পানীর রায়পুর জোনাল অফিসের উদ্যোগে আর.এফ.সি চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
রায়পুর জোনাল অফিসের ইনচার্জ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে হায়দরগঞ্জ সাংগঠনিক অফিসের ইনচার্জ এস.এম জাকির হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর আলিয়া মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম নিজাম উদ্দিন।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কোম্পানীর নোয়াখালী ডিভিশনের ইনচার্জ মাহাবুবুল মাওলা রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর লক্ষ্মীপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ মোহাম্মদ ইউসুফ।
এছাড়াও বক্তব্য রাখেন রায়পুর সাংগঠনিক অফিস ইনচার্জ মাওঃ গোলাম মোস্তফা ও হায়দায়গঞ্জ সাংগঠনিক অফিসের বিসি শাহিনুর বেগম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কোম্পানীর বিএম হাফেজ মাওলানা শামসুদ্দীন ।
এসময় কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বীমাকর্মীরা ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।