শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে সংখ্যালঘু পরিবারের ৫০ বছরের ভোগকৃত জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে সংখ্যালঘু পরিবারের ৫০ বছরের ভোগকৃত জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার (৩০ মে) সকালে জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালের বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমাদের পূর্বপুরুষরা নালিশি ভূমি ১৪২৮ দাগে ১ একর ২৩ শতাংশ কৃষি জমি দীর্ঘ ৫০বছর আগ থেকে ভোগ দখল করে আসছেন। যার হাল দাগ ২৮৮৭। ২০১২সালে আমাদের পূর্বপুরুষের মালিকীয় এ সম্পত্তি ভুলবশত অর্পিত গেজেটে প্রকাশিত হয়। আমরা আদালতে অর্পিত সম্পত্তি প্রত্যাহার করার জন্য মামলা করি। মামলায় খতিয়ান নাম্বার ভুল হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেয়। পরে আমরা আপীল ট্রাইবুনাল এ মামলা করি। যা চলমান রয়েছে।
মামলা চলমান অবস্থায় জোরপূর্বক একটা পক্ষ আমাদের জমিতে বালু ভরাট করে আমাদের জমি দখলে নিয়ে আমাদেরকে ভূমি ছাড়া করতে চায়। আমাদের একটাই চাওয়া মামলা চলমান থাকা অবস্থায় আমাদের জমি যেন দখল না হয় আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন গনেশ চন্দ্র দে, রবি দে সহ পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ