স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন পরিষদের সচিব ফিরোজ আলম কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. শান্তুনু চৌধুরী।
জানা যায়, সম্প্রতি সেবা প্রদানের নামে ঘুষ ও অনিয়মের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষের নজরে আসলে বুধবার (১জুন) তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ফিরোজ আলম বলেন, আমাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। তদন্ত করে উদ্ধর্তন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে আমি তা মাথা পেতে নেবো।