মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে প্রায় ৩লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

রিপোটারের নাম / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার: আগামী ১২জুন থেকে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও ৪দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ১৪৮০টি কেন্দ্রের ৬মাস থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৯৮হাজার ৪১১জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় হলরুমে সাংবাদিক সম্মেলনে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডাঃ আহমেদ কবিরের সভাপতিত্বে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত তথ্য উপাত্ত উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ রায়হান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংবাদিক আবু জাকের রাবেত, জহির উদ্দিন, তৌহিদুর রহমান রেজা, মীর ফরহাদ সুমন, শাকের মোহাম্মদ রাসেল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ