রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

মহানবীকে অবমাননার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

রিপোটারের নাম / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও তার স্ত্রী উম্মুল মুমিনিন হজরত আয়েশা রা: সম্পর্কে ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতাদের চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুরের সর্বস্তরের জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল রামগতি বাস স্ট্যান্ড এলাকায় সমবেত হয়। পরে বিশাল মিছিলে রুপান্তরিত হয়ে শহর প্রদক্ষিন করে উত্তর তেমুহনী এলাকায় সমাবেশে মিলিত হন সবাই। এসময় মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের জেলা নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ,লক্ষ্মীপুর জেলা শাখার জেলা সভাপতি মাওঃ দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও জেলা প্রকাশনা সম্পাদক মাওঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায়  বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সাধারন সম্পাদক মাওলানা মহিউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র পদপ্রার্থী মাওঃ জহির উদ্দিন, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ আ হ ম নোমান সিরাজী, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলার যুগ্ম সাধারন সম্পাদক মাওঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইমরান হোসাইন,দপ্তর সম্পাদক মাওঃ নুরুল আলম, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি হাঃ লোকমান হোসাইন, যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আশ্রাফুল ইসলাম,ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ মোফাচ্ছেল খাঁন প্রমুখ।
মিছিলে প্রায় ৫ হাজার তৌহিদী জনতা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ