স্টাফ রিপোর্টার: কতো স্মৃতি, কতো মায়া, সব ছেড়ে যেতে হবে এটাই নিয়ম। শিক্ষকদের আদর মায়ায় বেড়ে উঠা সে শিক্ষার্থীদের বিদায় বেলায় তাই তো কেঁদেছেন শিক্ষকরাও। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা কান্নায় অশ্রুসিক্ত হয়েছে অনুষ্ঠানস্থল।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ডা: আব্দুল হক উচ্চ বিদ্যালয়ের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমবারের মতো ২১জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে। ২০১৮সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রথম ব্যাচ তারা। তাদের বিদায় বেলায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বাবরের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০নং চর রমনী মোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসূফ ছৈয়াল, শাকচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, চর রমনী মোহন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন মাষ্টার, ইউপি সদস্য দুলাল উদ্দিন মোল্লা।