বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাটে ছাত্রলীগ নেতা নীরব পাটোয়ারী সজিবের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দক্ষিণ হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পালেরহাট বাজারে এ বিক্ষোভ মিছিল হয়।
নীরব হোসেন সজিব দক্ষিণ হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদলের লোকজন নীরব হোসেন সজিব কে পালের হাট বাজারে একা পেয়ে মারধর করে। এতে নীরব গুরুতর আহত হলে তাকে রেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান নীরবের বাবা আবুল কাশেম পাটোয়ারী।
বিক্ষোভ মিছিল শেষে পালের হাট বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, নজির আহমেদ, নাজমুল করিম টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নিজাম উদ্দিন রনি, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম ভূঁইয়া রবিন।
এছাড়া উপস্থিত ছিলো, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নেওয়াজ হোসেন শুভ, সাধারন সম্পাদক আরাফাত রহমান অনিক সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ