শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০২০ এর সম্মাননা সনদ পেলো মেঘ ফাউন্ডেশন

রিপোটারের নাম / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার: করোনাকালীন লাশ দাফন/সৎকার ও বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, যুব নেতৃত্ব তৈরী ও সামাজিক কাজে অবদানের জন্য ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০২০’ পায় মেঘ ফাউন্ডেশন।

আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ তুলে দেবার আয়োজন কয়েকবার করতে গিয়েও করোনার কারণে করতে পারে নি আয়োজনকারী সংগঠন ইয়াং বাংলা।
ফলে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও সেন্টার ফর রিচার্চ এন্ড ইনফরমেশন (সিআরই) চেয়ারপার্সন সজিব ওয়াজেদ জয় সাক্ষরিত সনদ অনানুষ্ঠানিকভাবে মেঘ ফাউন্ডেশনের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ।

সনদ গ্রহণ করেন মেঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত ও সদস্য হুসাইন মুহাম্মাদ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন ইয়াং বাংলা ও সিআরআই এর সহযোগী সমন্বয়ক হাবিবুর রহমান, ইয়াং বাংলার কর্মকর্তা তাসমিম মৌলি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে মেঘ ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত।
এসময় ইয়াং বাংলা কর্তৃপক্ষ মেঘ ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ