মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

বৃটিশ আমল থেকে আলো ছড়াচ্ছে খিলবাইছা স্কুল

রিপোটারের নাম / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার: বৃটিশ আমল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তরাঞ্চলে আলো ছড়াচ্ছে খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল এন্ড কলেজ। ১৯৩১ সালে প্রাথমিক, ১৯৪৬ সালে মাধ্যমিক, ১৯৫৬সালে এসএসসি পরীক্ষার অনুমতি পায় প্রতিষ্ঠানটি। এরপর ২০১৩সালে শুরু হয় কলেজ পর্যায়। এ দীর্ঘ প্ররিক্রমায় বহু মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে এ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রাক্তণ ছাত্র হয়েছেন এমপি, সচিব, এডিশনাল আইজি, ব্রিগেডিয়ার জেনারেল, ব্যাংকের এমডি, ডাক্তার, চীপ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র।
বুধবার দুপুরে খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য অতিথিরা আরো বলেন, সারাদেশে আলো ছড়াচ্ছে খিলবাইছার সন্তানরা। তোমরা তাদের উত্তরসূরি। আশা করি তোমাদের জ্ঞান, মেধা কাজে লাগিয়ে পরীক্ষায় ভালো ফলাফল করবে এবং নিজের ভবিষ্যৎ আলোকিত করবে।

খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক অতিরিক্ত পরিচালক এম শামছুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মিলন, খিলবাইছা বালিকা বিদ্যানিকেতনের সহ-সভাপতি ওবায়েদুল হোসেন বাবলু, প্রাক্তণ ছাত্র সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।

পরে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্য কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ