মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

সাম্প্রতিক নিয়োগ বিষয়ে খিলবাইছা উচ্চ বালিকা বিদ্যা নিকেতনের কর্তৃপক্ষের বক্তব্য

রিপোটারের নাম / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

সম্প্রতি লক্ষ্মীপুর সদরস্থ খিলবাইছা উচ্চ বালিকা বিদ্যা নিকেতনের শুন্য পদের বিপরীতে বিধি মোতাবেক কর্মচারী পদে নিয়োগ সুসম্পন্ন হয়েছে সে বিষয়ে পদ বঞ্চিতদের পক্ষ হতে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক বক্তব্য প্রদান করেছে, যা স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উপরোক্ত নিয়োগের বিষয়ে যে অনিয়মের কথা বলা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার, ডি জির প্রতিনিধি, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সহ অন্যান্যরা সরাসরি সম্পৃক্ত থেকে সরকারি সকল বিধি ও নিয়ম প্রতিপালন পূর্বক যোগ্যতার ভিত্তিকে মাপকাঠি হিসেবে গণ্য করা হয়েছে। উক্ত নিয়োগ পরীক্ষায় যারা কৃতকার্য হতে পারেনি তাদের পক্ষে যারা নেতিবাচক বক্তব্য ও পদক্ষেপ গ্রহণ করে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছেন তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি। অন্যথায় বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের নেতিবাচক দিক বা অনিয়মের বক্তব্যকে আমরা চ্যালেঞ্জ করছি এবং সবাইকে আস্বস্ত করছি যে, এ বিষয়ে শতভাগ সততা ও স্বচ্ছতা বজায় রেখে যোগ্য প্রার্থীদেরকেই নিয়োগদান করা হয়েছে।
এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
মোমেনা জাহান
সভাপতি, ম্যানেজিং কমিটি
খিলবাইছা উচ্চ বালিকা বিদ্যানিকেতন

আয়েশা বেগম
প্রধান শিক্ষিকা
খিলবাইছা উচ্চ বালিকা বিদ্যানিকেতন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ