সংবাদদাতা: লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক রেজাউল করিম সুমনের সভাপতিত্বে এবং আবদুস শাকিল শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সর্দার সৈয়দ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক বাক্কি বিল্লাহ, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি: আবদুল আজিজ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন: সহকারি শিক্ষক, আবু বকর সিদ্দিক এবং এসএসি পরীক্ষার্থী শুকরা।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান শিক্ষক রেজাউল করিম সুমন বলেন: আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে পড়াশুনার বিকল্প কিছু নেই, তথ্যপ্রযুক্তির এ যুগে প্রযুক্তিনির্ভর হয়ে নিজেকে সমান তালে এগিয়ে নিতে হবে। একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যেনো দেশের এবং জাতীর জন্য আশীর্বাদস্বরুপ কাজে লাগে।