মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের টুমচর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের হামলায় মোঃ শামীম নামের এক যুবক আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শামীমকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সে টুমচর গ্রামের এসহাক ব্যাপারি বাড়ির দুলালের ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের শাহাদাত ও সুমনের সাথে জগড়া ও মারামারি হয়৷ এ ঘটনাকে কেন্দ্র করে শাহাদাতের বন্ধু শামীমকে একা পেয়ে এলোপাতাড়ি মারতে থাকে শান্ত, সুমন, রাকিব, মুজাহিদ সহ বেশ কয়েকজন। এতে শামীম গুরুতর আহত হলে তারা পালিয়ে যায়। আহত শামীমকে উদ্ধার করে তার বড় ভাই রাব্বি সদর হাসপাতালে ভর্তি করান।
শামীমের বড় ভাই রাব্বি বলেন, শোর চিৎকার শুনে দৌঁড়ে এসে দেখি তারা আমার ভাইকে মারতাছে। পরে আমাদের দেখে পালিয়ে যায়। আমরা এ ধরনের হামলার বিচার চাই।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ