হুসাইন মুহাম্মাদ রাসেল: লক্ষ্মীপুর সরকারি গণগ্রন্থাগার কর্তৃক বিভিন্ন দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সমূহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) বেলা ১১টায় গণগ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণগ্রন্থাগারের সহকারি গ্রন্থাগারিক মোঃ কাউসার শেখ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবে এলাহি সানি।
নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নন্দন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, লক্ষ্মীপুর সাহিত্য আসরের এডমিন আহসান হাবিব ইয়ামিন, লেখক হুসাইন মুহাম্মাদ রাসেল, গ্রন্থাগারের অন্যান্য কর্মীবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী প্রমুখ।
এসময় বক্তারা জ্ঞান অন্বেষণের জন্য লাইব্রেরী গুরুত্ব তুলে ধরেন।
পরে বিভিন্ন দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতা সমূহের পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২, জাতীয় শিশু দিবস ২০২২, স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২, বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার সমূহ একসাথে তুলে দেয়া হয়।