শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ে প্রতারণার দায়ে জরিমানা

রিপোটারের নাম / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ে প্রতারণার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (০৪) সকালে শহরের মাছ বাজার গলিতে মাসুদ বীজ ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
এসময় উচ্চমানের বীজের নামে নিম্নমানের বীজ অনুমোদনহীনভাবে নিজ দোকানের নামে প্যাকেটজাত মোড়কে বিক্রির দায়ে মাসুদ বীজ ভান্ডারের মালিক মাসুদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুর রহমান, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরে মাসুদ বীজ ভান্ডার থেকে উচ্চমূল্যে নিন্ম মানের বীজ কিনে সবজি বপন করে সর্বস্বান্ত হয়েছে চাষীরা। এর প্রতিবাদে গত শনিবার বীজ ব্যাবসায়ীর বিরুদ্ধে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্দ চাষীরা মানববন্ধ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ