মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

বন্যাকবলিত মানুষের পাশে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স

রিপোটারের নাম / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার: পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এবার দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ফসল ও প্রাণিসম্পদের। সরকারি-বেসরকারি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি বন্যার্তদের সহায়তার পাশাপাশি ত্রাণ তৎপরতা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।

বৃহস্পতিবার কু‌ড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর বন্যার্ত মানু‌ষের মা‌ঝে ত্রান বিতরন করেন এ সংগঠনটি।

এরআগে সিলেটে ত্রাণ সামগ্রী বিতরণ সহ ১৫জন স্বেচ্ছাসেবী কাজ করেন বন্যাদূর্ঘতদের জন্য।

‌সি‌ভি‌লিয়ান ফো‌র্সের কো-ফাউন্ডার এহসানুল হক ফয়সল জানান, বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স একটি স্যোসাল মিডিয়া সাপোর্ট টিম। স্যোসাল মিডিয়ার বিভিন্ন প্রতিকূলতা নিয়ে বিনামূল্যে মূল্য কাজ করে এ সংগঠনটি। এছাড়া সামাজিক কর্মকান্ডে রয়েছে আমাদের সক্রিয় অংশগ্রহণ। সে জায়গা থেকেই সিলেট ও কুড়িগ্রাম বন্যাকবলিত মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। সামাজিক কর্মকান্ডে আমাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ