নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেক বাদল জনগনের ভালোবাসায় সিক্ত হয়েছেন। দলীয় মনোনয়ন নিয়ে নিজ ইউনিয়নে আসার পথে বিশাল গাড়ি বহর, ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেয় ইউনিয়নবাসী।
বুধবার (২৪ নভেম্বর) বিকালে বিশাল গাড়ি বহর নিয়ে হাজারো মানুষের ঢল নামে আবদুল খালেক বাদলকে সংবর্ধননা দিতে।
কৃষক শ্রমিক থেকে শুরু করে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগি অঙ্গসংগঠনের আয়োজনে এ বিশাল সংবর্ধনা দেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তায় সংবর্ধনা সভায় ভবানীগঞ্জ ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবার লক্ষ্যে বক্তব্য রাখেন নৌকার মাঝি বাদল।
প্রসঙ্গত, গত ২৩নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয় বোর্ড আবদুল খালেক বাদল কে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। এ ইউনিয়নে আগামী ২৬ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।