বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে পশ্চিম শেরপুর যুব কল্যাণ সংঘের নির্বাচন অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসবমুখর পরিবেশ ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে পশ্চিম শেরপুর যুব কল্যাণ সংঘের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পশ্চিম শেরপুর গ্রামে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ১৯৮৭সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সোমবার (১১জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংগঠনটির ২০২২-২৫ সালের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩২জন ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে ১৫জনকে নির্বাচিত করেন। এ ১৫জনকে নিয়ে গঠিত হবে আগামীর কার্যকরি কমিটি। নির্বাচিত সদস্যরা হলেন, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম ফরহাদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ খোরশেদ আলম, মোঃ সবুজ হোসেন, মুজাহিদুল ইসলাম শামীম, আব্দুল ওয়াদুদ, এম.এইচ.আই সাইমুন, ওমর ফারুক, মোঃ শাহ পরান, কাজী আল আমিন, মোঃ হারুন অর রশিদ, আরাফাত, ইব্রাহীম।
নির্বাচন পরিচালনা করেন পশ্চিম শেরপুর যুব কল্যাণ সংঘের উপদেষ্টা নুরুল ইসলাম, খালেদ শামছুল ইসলাম, শামছুল ইসলাম ঢালি, হাজী মোঃ মফিজ উল্যাহ, জহিরুল ইসলাম।
এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বর্তমান সভাপতি হাজী কামাল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন।
জানা যায়, পশ্চিম শেরপুর গ্রামের আতœসামাজিক উন্নয়নে কাজ করছে পশ্চিম শেরপুর যুব কল্যাণ সংঘ। এ সংগঠনের সদস্যদের সহযোগিতায় অসহায় দুস্থদের সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে তারা। তাছাড়া বৃক্ষরোপন কর্মসূচি, রক্তদান কর্মসূচি, খেলাধুলার আয়োজন, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করে আসছে পশ্চিম শেরপুর যুব কল্যাণ সংঘ। ৩বছর পর পর নির্বাচনের মাধ্যমে কার্যকরি কমিটি পরিবর্তন হয় এ সংগঠনটির।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ