মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

কুশাখালী ব্লাড ব্যাংকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

হুসাইন মুহাম্মাদ রাসেল: লক্ষ্মীপুরে কুশাখালী ব্লাড ব্যাংকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) কুশাখালীর হাজিকান্দিতে স্টার পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকে উন্মুক্ত অভিনয়, কুইজ প্রতিযোগিতা, গান ও কবিতার আসর, র‍্যাফেল ড্র সহ বিভিন্ন ইভেন্ট সম্পন্ন হয়েছে। পরে বিকেলে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এসময় কুশাখালী ব্লাড ব্যাংকের সভাপতি রুবেল হাওলাদার এর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন জনতা ডিগ্রি কলেজের প্রভাষক ও কুশাখালী ব্লাড ব্যাংকের উপদেষ্টা গাজী নিজাম উদ্দিন, প্রভাষক রাফি নাহিদ, প্রভাষক তিতাস সেন, চট্টগ্রাম এ্যাবসুলেট ব্লাড ব্যাংকের সভাপতি জুয়েল আমিন, কুশাখালী ব্লাড ব্যাংকের উপদেষ্টা হাফিজ উল্লাহ সুমন, রফিকুল ইসলাম।

এসময় বক্তারা কুশাখালী ব্লাড ব্যাংকের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

হুসাইন মুহাম্মাদ রাসেল এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কুশাখালী ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক রাহিদুল ইসলাম দোলন, হাজিগঞ্জ শাখার আহ্বায়ক ইউনুস হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ