নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় আনোয়ার হোসেন নামের যুবককে আটক করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। রবিবার (৩১জুলাই) লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো।
জানা যায়, উত্তর জয়পুর ইউনিয়নের আহম্মদ গাজী হাজি বাড়ির কবির হোসেনের সাথে একই বাড়ির আব্দুল মতিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। গত ২০১৮সালের ১মে দুপুরে কবির হোসেনের দখলীয় জায়গা থেকে আবদুল মতিনের লোকজন কাঠাল পেড়ে নেয়। এসময় কবির হোসেনের ছেলে কামরুল বাধা দিলে মতিনের ছেলে আনোয়ার তাকে মারধর করতে থাকে। এসময় কামরুলকে উদ্ধার করতে আসলে আনোয়ার ও রাফি সহ কয়েকজন কামরুলের মা ফয়জুন নেছা ডলি’র উপর হামলা চালায় এবং তার মাথায় রড দিয়ে বাড়ি মারে। এতে তিনি মারাতœক আহত হয়। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় ফয়জুন নেছা ডলি বাদি হয়ে ১১জনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত রিপোর্ট পেশ করলে আদালত আসামী আনোয়ার হোসেন ও রাফিকে ১মাস করে কারাদন্ড ও ৫হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে আসামীরা পলাতক ছিলেন। গত ৩১জুলাই ২০২২ইং তারিখে ১নং আসামী আনোয়ার হোসেনকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। ২নং আসামী রাফি বিদেশ পলাতক আছে বলে জানা যায়।