মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপন ও বিতরণ

রিপোটারের নাম / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

সংবাদদাতা: দেশের জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গ্রীনল্যান্ড প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে বৃক্ষরোপন করেছে পরিবেশ বিষয়ক সংগঠন সবুজ বাংলাদেশ। বুধবার বিকালে সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। এরআগে হলরুমে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
সবুজ বাংলাদেশের সহ-সভাপতি অধ্যাপক একে এম মাহবুবুর রশীদ চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক হুমায়ন কবির বাবুল মোল্লা, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোল্লা মোঃ ওমর ফারুক, ইউপি সদস্য মোঃ সুমন হোসেন, সবুজ বাংলাদেশ জেলা শাখার সভাপতি গাজী নিজাম উদ্দিন, মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শংকর মজুমদার, প্রথম আলো বন্ধুসভার জেলা শাখার সাধারন সম্পাদক রাজীব হোসেন রাজু বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শাহ আলম।
পরে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ