সংবাদদাতা: “পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই এমন প্রতিপাদ্যে প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয় প্রাঙ্গন ও মজিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অর্ধশতাধিক বৃক্ষরোপন করা হয়। এছাড়া শিশুদের বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে তাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন কার্যক্রমে উপস্থিত ছিলেন, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিস কবির, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মোঃ ফারুক সিদ্দিকী, মজিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বন্ধুসভার জেলা শাখার সভাপতি শান্তন চন্দ্র দাস, সাধারন সম্পাদক রাজীব হোসেন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল খান সুজন, প্রচার সম্পাদক শংকর মজুমদার, সদস্য মিজানুর রহমান, বিকাশ চন্দ্র প্রমুখ।