মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

ইয়াং স্টার ব্লাড ডোনেশন ক্লাবের উষ্ণ ভালোবাসা পেলো শতাধিক পরিবার

রিপোটারের নাম / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

সংবাদদাতা: লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং স্টার ব্লাড ডোনেশন ক্লাব। শুক্রবার বিকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে শীতবস্ত্র বিতরনের আয়োজন করা হয়। শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা এ শ্লোগানে সিজন-১ এর অধীনে শতাধিক পরিবাবের মাঝে শীতবস্ত্র প্রদান করে সংগঠনটি।
এরআগে সংগঠনের উপদেষ্টাদের শুভেচ্ছা স্বারক প্রদান ও নতুন বছরের ক্যালেন্ডার উম্মোচন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ স্মৃতি একাডেমীর প্রধান শিক্ষক আওলাদ হোসেন কচি, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সবুজ, বিশিষ্ট সমাজসেবক গোলাম সারোয়ার লিটন, খিলবাইছা শিশির সাংস্কৃতিক সংসদের সভাপতি শাহ মুকবুল একেএম শাহ আলম, ভাঙ্গাখাঁ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ভাঙ্গাখাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈনিক ফরহাদ, রাসেল পাটোয়ারী, আবু সাইদ মিয়াজি, বাহার আলম প্রমুখ।

সংগঠনের সহ-সভাপতি জাহিদ হাসানের পরিচালনায় এছাড়াও সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল কাদের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিপন হোসেন সহ অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইয়াং স্টার ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা রবিউল আহসান শিপন বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে আমাদের এ সংগঠনটি। প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা বিনামূল্য রক্ত দিয়ে যাচ্ছি। এছাড়াও করোনাকালে খাদ্যসামগ্রী বিতরন, ফ্রি অক্সিজেন সেবা সহ নানান কর্মকান্ড করা হয়েছে। এখন আমরা শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করছি। সবার সহযোগিতা পেলে এ সংখ্যা আরো বাড়বে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ