নিজস্ব প্রতিনি: স্বাধীনতা চিকিৎসক পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল থেকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার নিউ মডেল হাসপাতালে সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এছাড়া লামচরী মদীনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পরে ডাঃ আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, ডাঃ সালাহউদ্দিন শরীফ, ডাঃ আব্দুর রহমান, ডাঃ মহীব উল্যা, ডাঃ নুরুজ্জামান, ডাঃ জুনায়েদ আহমেদ মারুফ, ডাঃ আফরিন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ও জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভুঁইয়া আজাদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, আওয়ামীলীলীগ নেতা শিমুল ভুঁইয়া, যুবলীগ নেতা এডভোকেট শেখ জামাল রিপন, টুমচর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইদ্রিস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ।