সংবাদদাতা: জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে হামদর্দ। সোমবার সকাল থেকে শহরের আজিম শাহ মার্কেটস্থ হামদর্দ কার্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এতে দুই শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহন করেন। এছাড়া বিনামূল্যে ঔষুধ বিতরণ ও আগত সেবাগ্রহিতাদের রুহ আফজা দিয়ে আপ্যায়ন করানো হয়।
এ চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন হামদর্দ নোয়াখালী জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ নুর আলম। উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর এরিয়ার ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মোঃ এমরান হোসেন, লক্ষ্মীপুর শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোঃ সাঈদ উল্যাহ।
চিকিৎসা প্রদান করেন হাকীম মোঃ ফিরোজ উদ্দিন ও হাকীম রত্না রানী দে।