স্টাফ রিপোর্টার: ২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ করে সদর উপজেলা পশ্চিম ও পূর্ব এবং পৌর যুবলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলার পশ্চিম যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মাহবুব, সদর পূর্ব যুবলীগের আহবায়ক আমির হোসেন আমু, পৌর যুবলীগের আহবায়ক আল আমিন ভূঁইয়া প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে লিল্লাহ মসজিদ মাঠে গিয়ে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।