স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুর গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া তাদেরকে বৃক্ষের প্রয়োজনীতায় বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইছা জিএফইউ কলেজ হলরুমে এ আয়োজন করেন মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ৫নং পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।
মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা শংকর মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলবাইছা জিএফইউ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, নবযুগ ক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর শাখার সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন, আদর্শ মানব কল্যান সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন নিরব, ইয়াং স্টার সোসাইটির সাধারণ সম্পাদক আল আমিন, মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল সাহা প্রমুখ।
পরে কলেজ আঙ্গিনায় ফলজ ও ঔষুধি গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ।