বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে দেড় কোটি টাকার নিষিদ্ধ কারেন্টজাল সহ ৪জন আটক

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট এলাকায় ফেরি থেকে প্রায় দেড় কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল সহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাতে কোস্ট গার্ড দক্ষিন জোনের অধীনস্থ বিসিজি স্টেশান লক্ষ্মীপুর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারেন্ট জাল সহ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোন গোয়েন্দা দপ্তর।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে যৌথ অভিযান চালানো হয়। ফেরী কিষানীতে অবস্থানরত ভোলা হতে চট্টগ্রামগামী শতাব্দী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৯৫) নামক বাসে তল্লাশী করে ১০ বস্তা প্রায় সাড়ে চার লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার বাজার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এসময় ৪ ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত সকলেই ভোলা জেলার সদর থানাধীন ভেদুরিয়া গ্রামের বাসিন্দা।

লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার জামানের উপস্থিতিতে মজুচৌধুরী হাট ঘাটে কারেন্ট জাল পোড়ানো হয় এবং আটককৃত ব্যক্তিদের মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ